Header Ads Widget

Responsive Advertisement

কী পারি, লাদাখেই সেনারা দেখিয়েছে- চীন-পাকিস্তানের উদ্দেশে মোদি

 

 

 

 

 


সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে চীন ও পাকিস্তানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘মাতৃভূমির সার্বভৌমত্বই আমাদের কাছে সবচেয়ে বড়। এই সার্বভৌমত্বের দিকে যারাই চোখ তুলে তাকিয়েছে, আমাদের সেনারা নিজেদের ভাষায় তার জবাব দিয়েছে।’ তবে তিনি আলাদা করে কোন দেশের নাম উল্লেখ করেননি।

রাজধানী দিল্লির লালকেল্লায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় চার হাজার অতিথির সামনে স্বাধীনতা দিবসের ভাষণ দেন মোদি। সেখানে তিনি নাম উল্লেখ না করলেও চীন ও পাকিস্তানকে উদ্দেশ করে হুঁশিয়ার দেন। তিনি বলেন, ‘আমরা কী করতে পারি, আমাদের সেনারা কী করতে পারে, তা লাদাখের ঘটনায় বিশ্ববাসী দেখেছে।’

গত ১৫ জুন রাতে বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন এক কর্নেলসহ ভারতের ২০ সেনা। অন্যদিকে চীন নিজেদের সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও সংখ্যা জানায়নি। ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠকও করছেন দুই দেশের কর্মকর্তারা। গতকাল শনিবারও ভারতের একটি প্রতিনিধিদল বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে উভয় পক্ষ লাদাখে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করে। তবে বৈঠকে সুনির্দিষ্টভাবে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানা যায়নি। দুপক্ষের কেউই এ ব্যাপারে গণমাধ্যমের সামনে কোন মন্তব্য করেনি।

লালকেল্লার ভাষণে মোদি দাবি করেন, বাইরের কোনো শক্তি ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি। বরং ভারতীয় সেনারাই শত্রুকে উচিত শিক্ষা দিয়েছে। যদিও অনেক বিশ্লেষক তাঁর সঙ্গে একমত নন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে অনেকেই বলছেন, বিতর্কিত অনেক এলাকা এরই মধ্যে চীনের দখলে চলে গেছে। সেখানে চীনে বিভিন্ন স্থাপনাও দেখা গেছে।

চীনের সঙ্গে চলমান এই বিরোধে অর্থনীতিকেও অস্ত্র বানিয়েছে ভারত। সম্প্রতি চীনের তৈরি করা ৫৮টি অ্যাপস ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে খুদে ভিডিও প্রকাশের জনপ্রিয় অ্যাপ ‘টিকটক’ও রয়েছে। এর বাইরে অনেক চীনা পণ্যের আমদানি বন্ধ করা হয়েছে। ভারতে নিষিদ্ধ করা হয়েছে চীনের অনেক প্রতিষ্ঠানকেও।

মোদি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর ভৌগোলিক নয়। এর সঙ্গে নিরাপত্তা, উন্নয়ন ও বিশ্বাস জড়িয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘১৪ লাখ সদস্যের শক্তিশালী এক সেনাবাহিনী গড়ে তোলা হবে। নিজেদের সামরিক শক্তি আরো বাড়ানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’ সূত্র : এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

Post a Comment

0 Comments