মহাত্মা গান্ধীর ছবির কথা ভাবলেই চোখে
ভেসে ওঠে খাটো ধুতি, গায়ে সাদা চাদর, এক হাতে লম্বা লাঠি, আর সোনালি ফ্রেমে
গোল কাচের চশমা পরিহিত এক শান্ত মানুষ। মহাত্মার সঙ্গেই তাঁর সেই সোনালি
ফ্রেমের গোল কাচের চশমাও আজ ইতিহাস–বিখ্যাত। সেই চশমাই স্থানীয় সময়
শুক্রবার নিলাম হল ব্রিটেনে। ইস্ট ব্রিস্টল অকশনস্ নামে নিলাম সংস্থাটি ওই
চশমা নিলাম করেছে। নিলামে ওঠার মাত্র ছয় মিনিটের মধ্যে এক মার্কিনী
সংগ্রাহক ২,৬০,০০০ পাউন্ডে সেটি কিনে নেন। ভারতীয় মুদ্রায় যার দাম হল আড়াই
কোটি টাকারও বেশি।
নিলামের পর রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিলাম কোম্পানিটি লিখেছে, চার
সপ্তাহ আগে তাদের চিঠির বাক্সে ওই চশমাটি এক ব্যক্তি রেখে যান।
সঙ্গে একটি চিরকূটও রেখেছিলেন, যাতে ওই ব্যক্তি দাবি করেছিলেন, তিনি সেটি পেয়েছিলেন তাঁর কাকার কাছ থেকে এবং তাঁর কাকাকে মহাত্মা গান্ধী নিজেই দিয়েছিলেন চশমাটি। নিলামকারী অ্যান্ড্রু স্টো জানালেন, তাঁদের এক সহকর্মী চিঠির বাক্স খুলে ওই চশমা এবং চিরকূট দেখেন প্রথমে। তারপর তাঁরা আলোচনা শেষে সিদ্ধান্ত নেন ওই ব্যক্তির কাছে চশমার সত্যতা জানার। স্টো জানালেন, ওই ব্যক্তি তাঁদের জানিয়েছেন, ১৯২০ সালে মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন, তখন তাঁর কাকা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন এবং মহাত্মা তাঁকে নিজের চশমা উপহার হিসেবে দিয়েছিলেন। স্টো স্বীকার করেছেন, তাঁরা ভেবেছিলেন মহাত্মার চশমার দাম উঠতে পারে ১৪ লক্ষ টাকা। কিন্তু আড়াই কোটিরও বেশি উঠে যাওয়ায়া তাঁরা নিলাম শেষে নিলামে অংশগ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
0 Comments