Header Ads Widget

Responsive Advertisement

ভ্যাকসিনের নিবন্ধন দিল চীন

 

করোনাভাইরাসের ভ্যাকসিনের নিবন্ধন দেয়ার কথা জানালো চীন। ‘এড৫-এনসিওভি’ নামে ভ্যাকসিনটির নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যেসব প্রক্রিয়া অনুসরণ করে একটি ভ্যাকসিনকে বাজারে আনতে হয়, এক্ষেত্রে সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করা হয়েছে।

corona us vaccine

‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটির নিবন্ধন দেওয়া হয়েছে গতকাল রোববার। এই ভ্যাকসিন তৈরির নেপথ্যে ছিল চীনের একটি সংক্রমক রোগ বিশেষজ্ঞ দল এবং দেশটির ওষুধ উৎপাদনকারী কোম্পানী স্যানসিনো বায়োলজিকস। গবেষকরা জানচ্ছেন, নিয়মানুযায়ী তৃতীয় ধাপ পর্যন্ত কার্যকর ফলাফল পাওয়ার পর তবেই অনুমোদন দেওয়া হয়েছে ভ্যাকসিনটির।

এর আগে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। তবে দেশটির ভ্যাকসিন নিয়ে ঘোষণার পর থেকেই সন্দেহ প্রকাশ করে আসছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আত্মবিশ্বাসী উচ্চারণের পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের উপদেষ্টা ড. ব্রুস এলিওয়ার্ড বলেছেন, রাশিয়ার ভ্যাকসিনের ছাড়পত্র ঠিক এখনই দেওয়া সম্ভব হচ্ছে না।

china finally succeeded in finding coronavirus vaccine

কারণ হিসেবে ড. ব্রুস এলিওয়ার্ড বলেন, আমাদের কাছে এই ভ্যাকসিনের পর্যাপ্ত তথ্য আসেনি। ভ্যাকসিনটি কোন পর্যায়ে কত মানুষের ওপর ট্রায়াল দেওয়া হয়েছে এবং সেগুলোর ফলাফল কী- এসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর আমাদের জানতে হবে। তারপর সেগুলোর কঠোর বিশ্লেষণের পরেই আসে ছাড়পত্র প্রসঙ্গ।

Post a Comment

0 Comments